বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উৎযাপন করা হয়েছে।
গত রোববার (১৪ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা ও পান্তা ইলিশ মেলা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, থানার ওসি (তদন্ত) সমির কুমার দাস, উপজেলা যুব উন্নয়ণ অফিসার মো.কামরুল ইসলাম তালুকদার ও ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন প্রমূখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও এক বণার্ঢ্য র্যালী উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।