সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

নলছিটিতে যুবলীগ সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নলছিটিতে যুবলীগ সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে যুবলীগ নেতা মো.মামুন অর রশিদ কে কুপিয়ে আহত করার ঘটনায় মোল্লারহাট ইউপি চেয়ারম্যান (সাবেক) মো. কবির হোসেনকে গ্রেপ্তার’র দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকালে নলছিটি প্রেসক্লাব’র সামনে এ মানববন্ধন করেন আহত মামুন অর রশিদের স্বজন ও স্থানীয় জনতা। এসময় মামুন অর রশিদের ভাই আমিন হোসেন বলেন পাওনা টাকা চাওয়ায় আমার ভাইকে চেয়ারম্যান তার লোক দিয়ে গত ২৪শে মার্চ রাতে হত্যার উদ্দেশ্য নিয়ে কুপিয়ে জখম করে। তিনি আরও বলেন নলছিটিতে আইনশৃংখলার চরম অবনতি ঘটেছে আমার ভাইকে কুপিয়ে জখম করলেও আইনশৃংখলা বাহিনী কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান(সাবেক) মো. কবির হোসেন বলেন, মামুনকে কোপানের ঘটনায় আমার কিছু জানা নেই আমার ইউনিয়নের একটি স্বাধীনতা বিরোধী চক্র আমাকে ফাঁসাতে ষড়যন্ত্র করে যাচ্ছ। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান বলেন, আমি বর্তমানে স্বাক্ষী দেওয়ার জন্য আদালতে আছি তাই এসব বিষয়ে কিছু বলতে পারছি না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana