রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০০ অপরাহ্ন
নলছিটি প্রতিনিধি:
নলছিটিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি কার্যকর করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
এ সময় মাস্ক পরিধান না করায় ৩ জনের জরিমানা করা হয়। (৩০ এপ্রিল) শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তরমুজ ব্যবসায়ীদের কেজিতে বিক্রি না করার জন্য সচেতন করেন। মুখে মাস্ক ব্যবহার না করার দায়ে ৩ জনকে জরিমানা ও উপজেলার চর বহরমপুরে অবৈধ ড্রেজারের পাইপ ভেঙে অপসারন করেদেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন মহামরি করোনা হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।