মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বেসরকারী সংস্থা “রূপান্তর ” পরিচালিত “অপরাজিতা” নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ গফ্ফার খান।সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর বরিশাল ক্লাস্টারের জেন্ডার ট্রেনিং অফিসার মোঃ খলিলুর রহমান।অনুষ্ঠানটি পরিচালনা করেন নলছিটি উপজেলার উপজেলা সমন্বয়কারী দিপংকর মন্ডল। সভায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য ইউনিয়ন পরিষদ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে বলে চেয়ারম্যান আশ্বাস প্রদান করেন ও মাননীয় প্রধান মন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদকে নারী বান্ধব করা হবে বলে ও তিনি জানান।