সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝলকাঠির নলছিটিতে (২৩ নভেম্বর-২১) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বে-সরকারী সংস্থা রূপান্তর পরিচালিত “অপরাজিতা” নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রাজনৈতিক দলের বিভিন্ন নারী কমিটি ও অপরাজিতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
নলছিটি উপজেলার আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ ও কমিউনিষ্ট পার্টির নারীদলের প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অপারিজতাদের সাথে রাজনৈতিক দলে নারীদের অবস্থা, তাদের অবস্থান, দল সমূহে নারী সদস্য বৃদ্ধিতে করনীয় সহ নানা বিষয়ে আলোচনা হয়।
এসময় প্রকল্প পরিচালক প্রশান্ত ত্রিপুরা, হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশ’র রাবেয়া বসরী, উপজেলা সমন্বয়কারী দিপংকর মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সমন্বমায়কারী মাহাফুজুর রহমান।