মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ মার্চ) ঝালকাঠি জেলা পুলিশ লাইন্স ড্রিল শেড এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পুলিশে কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন তিনি । তাদের বিভিন্ন সমস্যার কথা শোনের এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। এ সময় শংকর কুমার দাস (অতিরিক্ত পুলিশ সুপার, সদর), প্রশান্ত কুমার দে (অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল) এবং মোঃ মাসুদ রানা (সিনিয়র সহকারী পুলিশ সুপার, রাজাপুর সার্কেল) সহ জেলা পুলিশের সকল উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।