সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
সম্প্রতি তিনি এ ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বিএনপির পূর্বঘোষণা অনুসারে আমাদের দল তাদের সঙ্গে নির্বাচনে যেতে প্রস্তুত। তবে বিএনপির সঙ্গে আসন সমঝোতার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তাই আপাতত আমরা লেবার পার্টির পক্ষ থেকে ১০০ আসনে প্রার্থী ঘোষণা করব। তবে বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে আমরা মাত্র ৪টি আসন চাইবো। এই চারটি আসন হচ্ছে- পিরোজপুর-২, ঝালকাঠি-১, ফরিদপুর-২ ও ঢাকা-৬ আসন। আর আমি ইতোমধ্যেই ঝালকাঠি-১ আসনে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। তবে বিএনপি আমাদের দলকে কয়টি আসন দেবে সেটি বড় কথা নয়। কারণ, আমরা বিএনপির চরম দুর্দিনের সময় থেকে অর্থাৎ ২০০৭ সাল থেকে একসঙ্গে পথ চলছি। সকল আন্দোলন-সংগ্রামে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিলাম এখনো আছি। তাই আশা করি এখন সুদিনে বিএনপি আমাদের অবদানকে মূল্যায়ন করবে।
প্রসঙ্গত, পতিত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক দমন-পীড়নের কারণে কারাভোগ করেছেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
বাংলাদেশ লেবার পার্টির কাঠালিয়া উপজেলা যুগ্ম আহবায়ক মুফতি আরিফ বিন শহীদ বলেন, ডা. ইরান গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের প্রথম সারির নেতা। তিনি হামলা মামলা নির্যাতন নিপীড়ন সহ্য করে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেবার পার্টির চেয়ারম্যান ডা.ইরানকে ঝালকাঠি-১ আসনে প্রার্থী হিসেবে দেখতে চাই।
উল্লেখ্য, বাংলাদেশ লেবার পার্টি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। দলটি ১৯৭৪ সালের ১৭ই আগস্ট মাওলানা মতিনের নেতৃত্বে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারী ১৩ মিনিটের সংসদে রাষ্ট্রীয় ফরমান জারি করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করলে লেবার পার্টির কার্যক্রম স্থমিত হয়। ১৯৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি প্রবর্তন করলে ১৯৭৭ সালের ২২ অক্টোবর বাংলাদেশ লেবার পার্টি পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশ লেবার পার্টি সম্পর্কে আরও জানুন