জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ঝালকাঠি ১ সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৯ ফেব্রুয়ারি) প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
এতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ঝালকাঠি জেলা কর্মপরিষদ সদস্য ও রাজাপুর উপজেলা সাবেক আমির অধ্যাপক ডাঃ মাওলানা হেমায়েত উদ্দিনের নাম ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় প্রার্থী ঘোষণা করছে দলটি।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com