সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
ঝালকাঠিতে টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটিতে (সনাক) হেমায়েত উদ্দিন হিমু ফের সভাপতি নির্বাচিত হয়েছেন।
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন- ড. কামরুন্নেছা আজাদ রুবি (পুনরায়) ও ছালেক আজাদ খান সোহাগ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি ২০২১) সনাক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এক বছরের জন্য ১৫ সদস্যের এ কমিটি পুনর্গঠন করা হয়।
সদস্যরা হলেন : প্রফেসর মো. লাল মিয়া, হোসনে আরা বেগম হেলেন, গৌতম বণিক, রাবেয়া কবির শিল্পী, মোঃ হেমায়েত হোসেন, গৌতম সরকার বাবু, এ কে এম শামসুল আলম বেলাল, মো. শহীদ ইমাম পাশা, শিমুল সুলতানা হেপি, কবিতা হাওলাদার, সূজিৎ কান্তি বসু ও মোঃ নজরুল ইসলাম তালুকদার।
এছাড়া সভায় সনাকের সাবেক সভাপতি প্রফেসর গুলনাহার বেগমকে উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করা হয়। সনাক সভাপতি হেমায়েত উদ্দিন হিমু’র সভাপতিত্বে সভায় সনাক সদস্যবৃন্দ এবং টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।