রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন

ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন মাহমুদ হোসেন রিপন

ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন মাহমুদ হোসেন রিপন

ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন মাহমুদ হোসেন রিপন

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হয়েছেন।  স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দক্ষতা মূল্যায়নে ২০২২-২০২৩ অর্থ বছরে তাঁকে ঝালকাঠি জেলার শ্রেষ্ঠত্ব নির্বাচিত করা হয়। মাহমুদ হোসেন রিপন ১২ বছর ইউপি চেয়াম্যানের দায়িত্ব পালনকালে  ৯বারই ঝালকাঠি জেলার শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করতে সক্ষম হন।

মো. মাহমুদ হোসেন রিপন প্রতিক্রিযায় জানান, এ অর্জন ইউনিয়নবাসীকে উৎসর্গ করেছি। এতে যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জাতিরপিতা বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রীর ভিষণ বাস্তবায়নে কাজ করছি। মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহমুক্ত করে ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষে গ্রাম হবে শহর এবং থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার চলমান ট্রেনের যাত্রি হয়ে এই ইউনিয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই, এতে সকলের সহযোগীতা কামনা করছি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana