সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন
জেলা প্রতিনিধি:
ঝালকাঠি জেলায় ত্রাণ ও পুর্ণবাসন মন্ত্রণালয় জেলায় ২০২১-২২ অর্থ বছরের টিআর প্রকল্প ২য় পর্যায়ে ৩কোটি ৬৭লক্ষ ৫৭ হাজার ১৫২টাকা বরাদ্ধ দিয়েছে। এই বরাদ্ধের মধ্যে জেলার ২টি নির্বাচনি এলাকার ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ এর সংশদ সদস্যর অনুকুলে ৯৯ লক্ষ ১৫ হাজার ৩৩৩টাকা করে ১কোটি ৯৮ লক্ষ ৩০ হাজার ৬৬৬টাকা বরাদ্ধ রয়েছে।
এছাড়া জেলা ৪টি উপজেলা ও ২টি পৌরসভায় বরাদ্ধ দেয়া হয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় ৩৫ লক্ষ ৪৪ হাজার ৭১৪টাকা, নলছিটি উপজেলায় ৪২ লক্ষ ২৪ হাজার ৬৩০টাকা, রাজাপুর উপজেলায় ৩৬ লক্ষ ৮ হাজার ২৬৬টাকাক কাঠালিয়া উপজেলায় ৩লক্ষ ৫১ হাজার ৭০৭টাকা এবং ঝালকাঠি পৌরসভায় ৭লক্ষ ৪হাজার ৩৯৫টাকা ও নলছিটি পৌরসভায় ৮লক্ষ ৩২ হাজার ৪৯৪ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।
উপজেলা পরিষদ ও পৌরসভা নিজেরা সভা করে প্রকল্প গ্রহণ করে তালিকা জেলা ত্রাণ ও পুর্ণবাসন মন্ত্রণালয় প্রেরণ করেবেন। সংসদ সদস্যগণ পৃথক ভাবে তালিকা তৈরী করে জেলা প্রশাসনকে দিবেন। ইতোপূর্বে প্রথম কিস্তির কাবিটা ও কাবিখা প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হয়েছে জনিয়েছেন, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কার্যালয়।