সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সদর উপজেলার ১৩ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২২৯ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এর মধ্যে ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ের অফিস সংলগ্ন সরকারি পুকুরে ৪০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল। আরোও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড অবস.) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর ও কাঠালিয়া সার্কেল) মো. মাসুদ রানা , ঝালকাঠি সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি ) মো. নাসিরউদ্দীন সরকার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. জিয়াউদ্দিন। এছাড়াও ঝালকাঠি জেলা পুলিশ ও মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।