শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ১৩১ টি কেন্দ্রে চলছে করোনা টিকার প্রথম ডোস কর্মসূচি। শনিবার সকাল থেকে শেষ দিনের এ কর্মসূচিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
সকালে শহরের সিটি ক্লাবে এ কর্মসূচি পরিদর্শন করেন জেলা প্রশাসক জোহর আলী, সিভিল সার্জন ডা. সিহাব উদ্দিন ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। সিভিল সার্জন জানান, জেলার ৩২ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার ১৩১ টি কেন্দ্রে ৪৫ হাজার মানুষকে টিকা দেয়ার লক্ষ্য নিধারন করে সকাল ৯টা থেকে সারাদিন টিকা দেয়া হবে। এ পযন্ত জেলায় ৪ লাখ ৪৬ হাজার লোককে টিকা দেয়া হয়েছে।