রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের হাজরাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেকর্ডিয় সম্পত্তি দখলের প্রতিবাদ ও দখলকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রোববার সকালে স্কুলের সামনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এ আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৪ সালে স্থাপিত স্কুলটির সম্পত্তির সকল প্রকার বৈধ কাগজপত্র রয়েছে। সম্প্রতি শিক্ষাবিভাগ থেকে ১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণে বরাদ্দ হয়। তাই পুরাতন স্কুলঘরটি ভেঙে নতুন ভবন নির্মাণের প্রস্তুতি চলছে। কিন্তু গত ১৭ মার্চ স্থানীয় একটি চক্র স্কুলের সম্পত্তিতে নিজেদের জমি রয়েছে বলে মিথ্যা দাবী করে একটি ঘর নির্মাণ করে। এ ঘটনায় ওই চক্রটির সাথে শিক্ষক ও স্কুল কমিটির মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অবৈধ স্থাপনাটি দ্রুত সরিয়ে স্কুলের সম্পত্তি দখল মুক্ত করার দাবী জানান আয়োজকরা।
মানববন্ধন ও সমাবেশ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ হোসেন শরীফ, ম্যানেজিং কমিটির সভাপতি মো: মাহাতাব হোসেন, সহকারী শিক্ষক রুনু আক্তার, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।