শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি:
ঝালকাঠিতে সঞ্চয়পত্র কেনার দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার সময় ঝন্টু শেখ (৪৫) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। পরে জনতার সহায়তায় তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আজ রোববার দুপুরে শহরের প্রধান ডাকঘরে এ ঘটনা ঘটে। আটক হওয়া ঝন্টু শেখ বরিশাল সদরের কালিজিরা এলাকার আবু বক্কর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নলছিটি উপজেলার দক্ষিণ কামদেবপুর গ্রামের শারমিন আক্তার নামে এক নারী দুই লাখ টাকা সঞ্চয়পত্র কেনার জন্য আসেন ঝালকাঠি শহরের প্রধান ডাকঘরে। এসময় তাঁর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ছিনতাইকারী ঝন্টু শেখ। তখন ওই নারী চিৎকার দিয়ে তাঁকে ঝাপটে ধরে ফেলে। এ সময় সেখানে উপস্থিত অন্যান্য গ্রাহকরা ছিনতাইকারী ঝন্টুকে উত্তম মাধ্যম দেয়। পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) গোতম চন্দ্র ঘোষ বলেন, আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাঁকে প্রধান ডাকঘর থেকে থানায় নিয়ে আসা হয়েছে।