মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

ঝালকাঠিতে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা

ঝালকাঠিতে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।

মেলায় ২০টি স্টলে বিভিন্ন ধরণের ফলদ, ঔষধী, বনজ বৃক্ষের পাশাপাশি ফুল গাছের প্রদর্শণ করা হয়। মেলায় এসব গাছের চারা বিক্রিও করা হচ্ছে। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। এ উপলক্ষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম। জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে সাত দিনব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana