বুধবার, ০৭ মে ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

ঝালকাঠিতে শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ঝালকাঠিতে শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ঝালকাঠিতে শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ৮ বছরের শিশু আছিয়ার গায়েবানা জানাজা ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর শহরের প্রধান ঈদগাহ ময়দানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ। পরে তিনি মুসুল্লীদের নিয়ে জানাজার ইমামতি করেন। এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিশু আছিয়া তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে গত ৮ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১টায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

পরে বিকালে আছিয়ার মরদেহ হেলিকপ্টারে করে মাগুরা স্টেডিয়ামে আনা হয়। এরপর শহরের নোমানী ময়দানে জানাজা শেষে বাদ মাগরিব শ্রীপুরের সোনাইকুণ্ডি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana