শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে মৃনাল মিস্ত্রি নামে এক যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার গভীর রাতে রাজাপুর উপজেলার উত্তর শুক্তাগড় এলাকার মিস্ত্রি বাড়ী এ ঘটনা ঘটে।
মৃনাল ওই এলাকার মৃত. রঞ্জন মিস্ত্রির ছেলে। আহত মৃনাল বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
মৃনালের স্বজনরা জানান, মৃনাল বাড়িতে একা ছিলো। গভীর রাতে ৭/৮ জন লোক মুখবাধাঁ অবস্থায় ঘরে ঢুকে মৃনালের গোপনাঙ্গ কেটে নিয়ে পালিয়ে যায়। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।