বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ফাইল ছবি।

ঝালকাঠি প্রতিনিধি:

ঈদের রাতে তিন বন্ধু ঘুরতে বের হয়েছিলেন মোটরসাইকেলে। মহাসড়কে থ্রি-হুইলারের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে মঙ্গলবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের শাহপরান সড়কের নিরব মৃধা ও লিমন হাওলাদার। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাদের আরেক বন্ধু মো. সুমন।

নলছিটি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, নিরব তার মোটরসাইকেলে দুই বন্ধু লিমন ও সুমনকে নিয়ে বরিশালের দিকে আসছিলেন। পথে নলছিটির দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বরিশাল থেকে যাত্রী নিয়ে যাওয়া বেপরোয়া গতির থ্রি-হুইলারের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিরব নিহত হন। আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, সেখানে নেয়ার ১৫ মিনিটের মধ্যে মারা যান লিমন। সুমন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana