বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

ঝালকাঠিতে বিপুল পরিমান অবৈধ সিগারেট জব্দ

ঝালকাঠিতে বিপুল পরিমান অবৈধ সিগারেট জব্দ

ঝালকাঠিতে বিপুল পরিমান অবৈধ সিগারেট জব্দ

জেলা প্রতিনিধি:

ঝালকাঠিতে বিপুল পরিমান অবৈধ সিগারেট জব্দ করেছেন জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

আজ রবিবার (২৩ মার্চ) দুপুরে জেলার পৌর শহরের বরিশাল- পিরোজপুর মহাসড়কে অভিযান চালিয়ে তারা এ অবৈধ কিংস ব্রান্ডের ৩৫ কার্টন সিগারেট জব্দ করেন।

কাস্টমসের লোকজন দেখে কোম্পানির সেলস রিপ্রেজেন্টিভ সিগারেট রেখে পালিয়ে যায়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানাগেছে, সরকারী ভ্যাট ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার ঝালকাঠি সহ বিভিন্ন উপজেলায় চালান কপি বিহীন, জাল ব্যান্ডরোল লাগিয়ে দির্ঘদিন ধরে এসব অবৈধ কমদামী সিগারেট বিক্রয় করে আসছিলেন। পরে আজ গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরিশাল- পিরোজপুর মহাসড়কে অভিযান চালিয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে অবৈধ তিন লক্ষ পঞ্চাশ হাজার শলাকা কিংস ব্রান্ডের দেশি সিগারেট জব্দ করতে সক্ষম হয়।

ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী জানান, দৈনিক বিপুল পরিমাণ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধ ভাবে ব্যবসা করে আসছিল। অভিযানে পরিচালনা করে বিপুল পরিমান চালান কপি বিহীন অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। অবৈধ বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ সিগারেট জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana