বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

ঝালকাঠিতে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

ঝালকাঠিতে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌর এলাকার পূর্ব চাঁদকাঠি রুপনগর সড়কে ওজোপাডিকো কোম্পানীর বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় খুটির উপর থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে বিদ্যুৎ শ্রমিক ৩৫ বছর বয়সী মো. জামাল হোসেন মোল্লা।
নিহত জামালের বাড়ি বরগুনা জেলার হেউলিবুনিয়া গ্রামে। সে ঐ এলাকার দুলাল মোল্লার ছেলে। এতথ্য নিশ্চিত করেছে লাশের সুরতহালকারী কর্মকর্তা ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
নিহত শ্রমিকের চাচাতো ভাই প্রত্যক্ষদর্শী ইলিয়াস মোল্লা জানান, বছর দুই যাবত বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানে যুক্ত হয়ে বিদ্যুতের লাইন টানার কাজ করে অর্থ উপার্জন করছিলো জামাল মোল্লা। ঘটনার দিন সকাল সোয়া ১১টার দিকে পা পিছলে ঝুলে পরে। তখন তার কোমরে বাধা সেইফটি বেল্ট ছিড়ে ৪০ ফুট উপর থেকে রাস্তায় পড়ে যায়।
আরেক প্রত্যক্ষ্যদর্শী মো. সোহেল জানান, জামাল নামের ঐ শ্রমিক উপর থেকে নিচে পড়ার পর আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ঘটনার সময় থেকে হাসপাতালে আনা পর্যন্ত ঐ শ্রমিকের মাথা থেকে অনেক রক্ত ঝরেছে।
ঝালকাঠি সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. মেজেদী হাসান দুপুর ১২টায় জামালকে মৃত ঘোষনা করেছেন। ডা. মেহেদী জানান, মাথায় আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান জানান, লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য রোববার দুপুর ১টায় মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana