রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠিতে ফেনসিডিল বিক্রির দায়ে জামাল হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। আসামি পলাতক থাকায় রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন না।
দন্ডপ্রাপ্ত জামাল হোসেন শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার মিনহাজ হাওলাদারের ছেলে। রাষ্ট্রপক্ষে আইনজীবী আসম মোস্তাফিজুর রহমান মনু মামলার বিবরণে জানান, ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি রাতে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসা থেকে মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে আটক করে বরিশাল র্যাব-৮ এর একটি দল। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন র্যাব-৮ এর ডিএডি নায়েব আলী। ঝালকাঠি থানার এসআই আবদুল বারেক তদন্ত শেষে ২৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশীট দাখিল করেন। ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌসুলি আসম মোস্তাফিজুর রহমান মনু ও আসামি পক্ষে অ্যাডভোকেট আবদুল আলিম।