শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
১২ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌছেছে ঝালকাঠিতে। এ জেলার জন্য ১৯ হাজার ডোজ ভ্যাকসিন চেয়ে চাহিদা পত্র ঢাকায় পাঠালেও প্রাথমিকভাবে বরাদ্দ এসেছে ১২ হাজার ডোজের জন্য ১২শ পিচ ভায়াল।
এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী। তিনি আরো জানান, এ জেলায় ১৫ ক্যাটাগরীর মানুষ অগ্রাধিকার ভিত্তিতে ডোজ পাবে।
আগামী ৭ ফেব্রুয়ারী প্রথম ধাপে ঝালকাঠিতে আনুষ্ঠানিক ভাবে মানবদেহে এ ডোজ পুশ করা হবে। চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগে সংশিষ্ট করোনাকালে সম্মুখযোদ্ধারা প্রথমে এ ভ্যাকসিন পাবেন।
পরে সরকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যরা পাবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ভ্যাকসিন পর্যায়ক্রমে আসতে থাকবে এবং সবাই পাবে।
শুক্রবার দুপুর আড়াই টায় ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে ভ্যাকসিন রিসিভ করেন জেলা প্রসাশক মো. জোহর আলী।
এসময় সিভিল সার্জন রতন কুমার ঢালী, আমির হোসেন আমু এমপি’র একান্ত সচীব ফকরুল মজিদ কিরন, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকিরসহ অনেকে উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয়ের স্টোরুমে ভ্যাকসিন সুরক্ষিত রাখতে ফ্রিজিং ব্যবস্থায় সংরক্ষণ করা হয়।