শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

ঝালকাঠিতে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

ঝালকাঠিতে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

ঝালকাঠি সদর থানায় পুলিশ হেফাজতে রাজেশ রায় (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্ক রুমে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, রুমের ফ্যানের সঙ্গে পরনের লুঙ্গি দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক।

নিহত রাজেশ ঝালকাঠি শহরের পূর্ব চাদকাঠি এলাকার অমল রায়ের ছেলে।

রাজেশ রায়ের বাবা অমল রায় জানান, রাজেশ পরিবারের সদস্যদের কাউকে মানতেন না। এলাকার বিভিন্ন লোকজনকে মারধর ও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। মঙ্গলবার বিকেলে এলাকার লোকজনের সঙ্গে বিরোধ হয়। পরে তারা ৯৯৯ কল দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক জানান, ওই ছেলে তাঁর বাবাকে মারধর করতেন। তাঁর বাবা ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করে সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্ক রুমে রাখা হয় এবং তাঁর বাবা ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ লিখতে যায়। এই সুযোগে নিজের পরনের লুঙ্গি দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেয় রাজেশ রায়। পরে তাঁকে উদ্ধার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana