বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে পিপলিতা গ্রামে দুই শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার সময় দক্ষিন পূর্ব পিপলিতা জোড়া পোলের উপর সাকো পাড় হওয়ার সময় মহিবুল্লাহ ৪ নামের শিশু পানিতে পরে যায় এসময় সুরাইয়া আক্তার (৯) নামের প্রতিবন্ধী এক শিশু তাকে উদ্ধার করার জন্য পানিতে ঝাপ দেয়ায় সেও ডুবে মারা যায়।
স্থানীয় লোকজন এদেরকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে তারা বরিশাল নিয়ে যায়। বরিশালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
মুহিবুল্লাহ পিপলিতা গ্রামের মিজানুর রহমানের ছেলে ও সুরাইয়া আক্তার একই গ্রামের শহিদুল ইসলামে কন্যা। এই এলাকার ইউপি সদস্য কিরন মেম্বার বিষয়টি নিশ্চিত করেছেন।