মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে পক্ষকালব্যাপী রূপসী বাংলা মেলা। কবি জীবনানন্দ দাশের ১’শ ২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন,শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
মেলায় ক্রকারিজ, গার্মেন্টস, কসমেটিক্স, জুতা-সেন্ডেল ও ফাস্টফুডসহ বিভিন্ন পণ্যের ১০০টি স্টল বসেছে। এছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য নাগর দোলা, ড্রাগন ট্রেন ও ডিজিটাল নৌকাসহ বিভিন্ন রাইডসের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার প্রথম দিনেই ব্যাপক দর্শনার্থী ভীড় পড়ে। এ মেলা থেকে ২ কোটি টাকার বেচা-বিক্রর আশা করছেন আয়োজকরা। উদ্বোধনের পর মেলা চত্তরে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু। এ সময় অন্যান্যর মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক। ঝালকাঠি জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। প্রতিদিন সকাল ৯ থেকে শুরু হয়ে এ মেলা চলবে রাত ১০ পর্যন্ত।