বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে নারায়নগঞ্জের নিহত যুবদলনেতা শাওন প্রধানের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পরে শহরের কাঠপট্টি বায়তুস সালাম জামে মসজিদের সামনের সড়কে জেলা বিএনপির পক্ষ থেকে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।
এতে জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেয়। এসময় যুবদলনেতা শাওন প্রধানের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময়ে পুলিশের ছোরা গুলিতে যুবদল কর্মী শাওন গুলিবিদ্ধ হয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।