সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

ঝালকাঠিতে দুই দফা দাবিতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি

ঝালকাঠিতে দুই দফা দাবিতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি

জেলা প্রতিনিধি:

ঝালকাঠিতে ইউনিয়ন ভ‚মি সহকারী ও উপ সহকারী কর্মকর্তাদের বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের মাধ্যমে ভ‚মি মন্ত্রণালয়ের সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করে ভ‚মি অফিসার্স কল্যাণ সমিতি ঝালকাঠি জেলা শাখা। জেলা প্রশাসক মো জোহর আলী স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভ‚মি অফিসার্স কল্যাণ সমিতির জেলা শাখার সভাপতি মো. আবুল বাশার ও সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ সংগঠনের নেতৃবৃন্দ।

ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তারা জানান, ২০১৩ সালের ৩০ মে ইউনিয়ন ভ‚মি সহকারী ও উপ সহকারী কর্মকর্তাদের বেতন স্কেল উন্নীতকরণ সংক্রান্ত স্বারক জারি করে অর্থ মন্ত্রণালয়। মাঠ পর্যায়ে এ আদেশ বাস্তবায়নও করা হয়। পরবর্তীতে ওই বছরেরই ২৫ জুলাই আদেশটি স্থগিত করা হয়। পাশাপাশি নতুন নিয়োগ ও পদোন্নতিও বন্ধ করা হয়। ২০১৮ সালে ২৩ এপ্রিল এক সভায় বেতন বৃৃদ্ধি, পদোন্নতি, জনবল নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হলে গেজেট প্রকাশ করা হয়। এমনকি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের এ আদেশ কার্যকরের জন্য নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ দিনেও তা বাস্তবায়ন না হওয়ায় ইউনিয়ন ভ‚মির কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। ফলে ডিজিটাল ব্যবস্থায় ভ‚মি উন্নয়ন কর পাইলটিং করা ও ই-নামজারি পরিবারের লোকজনকে কাজে লাগিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। তাই ভ‚মি অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ১৫ জানুয়ারির মধ্যে স্থগিত আদেশ প্রত্যাহার ও তিন মাসের মধ্যে নতুন নিয়োগ এবং ভ‚মি উপ সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদানের দাবি জানান।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana