বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

ঝালকাঠিতে জাতীয় পাট দিবস উদযাপিত

ঝালকাঠিতে জাতীয় পাট দিবস উদযাপিত

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে ‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় পাট দিবস-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পাট অধিদফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে আজ (৬ মার্চ) ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক কামাল হোসেনের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিতফতরের উপপরিচালক মনিরুল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা লুৎফুল আমিন, পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, সচেতন নাগরিক কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু আলোচনায় অংশ নেন। বক্তারা ‘বহুমুখী পাটপণ্য উৎপাদন ও ব্যবহারেই দেশের সমৃদ্ধি’ উল্লেখ করে, পাট খাতের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও পাটচাষীরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana