শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
“জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন ”এ শ্লোগানে ঝালকাঠিতে প্রথম ৭ দিন ব্যাপি ডিজিটাল জনশুমারি ও গৃহগনণা ২০২২ শুরু হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মোঃ জোহর আলীর নেতৃত্বে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে কার্যালয় চত্বরে পায়ড়া উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করে জেলা প্রশাসক। এতে জেলা পরিসংখ্যান উপপরিচালক আতিকুর রহমান সহ জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলায় মোট ১হাজার ১শত ৮৮জন সহ ২শত ৫৭জন সুপারভাইজার এ গননা কজে নেয়।