শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন

ঝালকাঠিতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন

ঝালকাঠিতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে কোভিট-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী প্রথমে টিকা নেন।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি ভার্চুয়ালি যুক্ত থেকে ঝালকাঠি সদর হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন।

পরে জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট খান সাইফুলাহ পনীর ও সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালিসহ ১৫ ক্যাটাগরিতে অগ্রাধিকার ভিত্তিতে রেজিষ্ট্রেনকৃতরা টিকা গ্রহন করেন। প্রথম দিনে সদর হাসপাতালের তিনটি বুথে ৪০ জনসহ জেলায় ৪টি কেন্দ্রের ১২ টি বুথে মোট ১৩০ জনকে টিকা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে জেলায় মোট ১২ হাজার ডোজ টিকা পাওয়া।

এপর্যন্ত ৭৫০ জনে রেজিস্ট্রশন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, সিভিল সার্জন রতন কুমার ঢালি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল­াহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একই দিনে রাজাপুর উপজেলায় করোনা ভ্যাকসিন দেওয়ার উদ্বোধন আনুষ্ঠানিক ভাবে সকাল সোয়া ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর সরকারি কলেজ অধ্যক্ষ গোলাম বারি খান, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ আক্তার লাইজু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মোহাম্মদ রাসেল, উপজেলা প্রকল্প বাস্তাবায়নের কর্মকর্তা মোঃ মামুনুর রশিদসহ সাংবাদিক বৃন্দ।

রেজিস্ট্রেশন কৃত ৩৬ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করেন রাজাপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ গোলাম বারি খান ও ডাঃ আবুল খায়ের মোহাম্মদ রাসেল।
এদিকে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা প্রদান অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা শিউলি পারভীন প্রথমে টিকা নিয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত ইউএনও মোঃ সাখাওয়াত হোসেন, নবনির্বাচিত পৌর ময়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সরদা লস্কর, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও পৌর কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, ডাক্তার, নার্স, সাংবাদিক সহ নানা শ্রেণীপেষার মানুষ উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana