বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক নেছার উদ্দিন মৃধার বিরুদ্ধে গ্রাহকদের করা অভিযোগ তদন্তে বরিশাল বিভাগীয় নিরীক্ষা বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবু মাহমুদ সরেজমিনে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। এসময় তিন সদস্যের তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন—মুখ্য কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন এবং আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের কর্মকর্তা সাগর কর্মকার।
অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবস্থাপক নেছার উদ্দিন মৃধার বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার, ঋণ প্রদান ও বিভিন্ন ব্যাংকিং সেবার বিনিময়ে অবৈধ অর্থ গ্রহণসহ আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতা থাকাকালীন সময়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে নবগ্রামের বাসিন্দা সৈয়দ মো. নুরুল হকসহ ১৭ জন গ্রাহক ও সাধারণ মানুষ কয়েক মাস আগে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগকারীরা ব্যাংকের গ্রাহকসেবা নিশ্চিতকরণ ও অনিয়ম-দুর্নীতির সঠিক বিচার দাবি করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবগ্রাম কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক নেছার উদ্দিন মৃধা সাংবাদিকদের বলেন, “অভিযোগের বিষয়ে আমার কিছু জানা নেই। কেন অভিযোগ করা হয়েছে তাও আমি বলতে পারব না।” তদন্ত কার্যক্রম চলাকালে শত শত গ্রাহক মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে নবগ্রাম-বরিশাল সড়কে বিক্ষোভ মিছিল করে ব্যবস্থাপকের অপসারণ ও সঠিক তদন্তের দাবি জানান।