সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষক লীগ ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমান মিন্টু বাকলাই। ৩০ এপ্রিল শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ ঝালকাঠি জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। ঝালকাঠি জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান রসুলের সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শওকত হোসেন সানু। এছাড় বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সন্মেলনে পুরাতন কমিটি প্রথম অধিবেশনে বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি। পরে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশন নতুন জেলা কমিটি ঘোষণা কেরন কেন্দ্রীয় সভাপতি। এতে অ্যাডভোকেট আব্দুল মন্নান রসুলকে সভাপতি, অ্যাডভোকেট লিয়াকত আলী খানকে সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমান মিন্টু বাকলাইকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হয়। মিজানুর রহমান মিন্টু বাকলাইকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি ও কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দু প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।