শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা) চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা) চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ঝালকাঠি পৌরসভাসহ জেলার ৪ উপজেলার ৩১ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।  মনোনয়নপ্রাপ্তরা প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্র নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দিতা করতে শুরু করেছেন।

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়নে প্রথমে কামরুজ্জামান লিটন নকিবকে মনোনয়ন দেয়া হলেও গত ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।  আসন্ন নির্বাচনে তাকে মনোনীত করা হলে পরে আবার তা চুড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করে মিঠু সিকদারকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।

অপরদিকে শৌলজালিয়া ইউনিয়নে মো. মেহেদি হাসানকে প্রথম দিকে মনোনয়ন দিলেও পরে তা পরিবর্তন করে একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনকে চুড়ান্তভাবে মনোনয়ন প্রদান করা হয়। কাঠালিয়ার দুটি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড্যাভোকেট খান সাইফুল্লাহ পনির।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার দিলীপ বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানাগেছে, সোমবার দুপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয় সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের মনোনয়নপত্র প্রদান করা হয়।

নির্বাচনে যারা মনোনয়নপত্র পেয়েছেন তারা হলেনঃ- ঝালকাঠি পৌর সভায় মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার। ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর. ইউনিয়নে মো. গোলাম মাওলা মাসুম শেরওয়ানী, বিনয়কাঠী ইউনিয়নে এজেএম মঈন উদ্দিন পলাশ, নবগ্রাম ইউনিয়নে মো. মুজিবুল হক আকন্দ, কৃর্তিপাশা ইউনিয়নে আব্দুস শুক্কুর মোল্লা, বাসন্ডা ইউনিয়নে মোবারেক হোসেন মল্লিক, গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে মোঃ আবুল কালাম (মাসুম), শেখের হাট ইউনিয়নে নুরুল আমিন খান সুরুজ, কেওড়া ইউনিয়নে আবু সাঈদ খান, নথুল্লাবাদ ইউনিয়নে নজরুল ইসলাম জাহাঙ্গীর সরদার।

নলছিটির প্রার্থীরা হলেন ভৈরবপাশা ইউনিয়নে একেএম আবদুল হক হাওলাদার, মগড় ইউনিয়নে মোহাম্মদ শাহীন হোসাইন (এনামুল হক শাহিন), কুলকাঠি ইউনিয়নে এইচ এম আখতারুজ্জামান হাওলাদার (বাচ্চু), কুশাঙ্গল ইউনিয়নে আলমগীর হোসেন, নাচনমহল ইউনিয়নে সিরাজুল ইসলাম সেলিম, রানাপাশা ইউনিয়নে শাহজাহান হাওলাদার, সুবিদপুর ইউনিয়নে আবদুল গফ্ফার খান, সিদ্ধকাঠী ইউনিয়নে কাজী জেসমিন, দপদপিয়া ইউনিয়নে সোহরাব হোসেন বাবুল মৃধা ও মোল্লারহাট ইউনিয়নে এ্যাডভোকেট কেএম মাহাবুবুর রহমান (সেন্টু)।

রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নে সৈয়দ মাইনুল হায়দার নিপু, শুক্তাগড় ইউনিয়নে বিউটি সিকদার, রাজাপুর সদর ইউনিয়নে নজরুল ইসলাম (স্বপন তালুকদার), গালুয়া ইউনিয়নে গোলাম কিবরিয়া পারভেজ, বড়ইয়া ইউনিয়নে মোহাম্মদ সাহাবুদ্দিন হাওলাদার (সুরুমিয়া) এবং মঠবাড়ি ইউনিয়নে শাহজালাল হাওলাদার।

কাঠালিয়া উপজেলায় মনোনয়ন পেয়েছেন: ১নং চেঁচরী রামপুর ইউনিয়নে মো. হারুন-অর-রশিদ জমাদ্দার, ২নং পাটিখালঘাটা ইউনিয়নে শিশির চন্দ্র দাস, ৩নং আমুয়া ইউনিয়নে আমিরুল ইসলাম ফোরকান সিকদার, ৪নং কাঠালিয়া সদরে মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, ৫নং শৌলজালিয়া ইউনিয়নে মাহমুদ হোসেন রিপন, ৬ং আওড়াবুনিয়া ইউনিয়নে মিঠু সিকদার’কে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana