রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগগণ্য’ প্রতিপাদ্যে আজ (মঙ্গলবার, ৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর, বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতায়- নারী সমাবেশ, র‌্যালি, আলোচনা সভা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণীর আয়োজন করে। ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী প্রধান অতিথি হিসেবে র‌্যালিতে নেতৃত্ব দেন এবং ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন।

মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক উম্মে আয়শা সিদ্দিকার সভাপতিত্বে তথ্যপত্র উপস্থাপন করেন- সনাকের জেন্ডার উপকমিটির আহŸায়ক ডক্টর কামরুন্নেছা আজাদ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতী, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে, বীর নারী মুক্তিযোদ্ধা রমা রানী দাস, সচেতন নাগরিক কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, নারীনেত্রী নাজমা বেগম ও উদ্দীপন কর্মকর্তা নীহার রঞ্জন রায় আলোচনায় অংশ নেন। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। মহিলা বিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার নাছরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana