বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার বোনের হাত থেকে সংখ্যালঘু পরিবারের জমি রক্ষার দাবি

ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার বোনের হাত থেকে সংখ্যালঘু পরিবারের জমি রক্ষার দাবি

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগ নেতার বোনের হাত থেকে জমি রক্ষার দাবি জানিয়েছেন অমিয় বালা নামে এক বৃদ্ধা নারী। আজ রবিবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগ নেতার বোন লিপি বেগম ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অমিয় বালার ছেলের স্ত্রী জয়ন্তি বড়াল।

দরিদ্র অমিয় বালাকে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন লিপি বেগম। অসহায় অমিয় বালা বিচারের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে ধর্না দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, রাজাপুর সদরের টিঅ্যান্ডটি সড়কে ১২ শতাংশ জমি রয়েছে ামিয় বালার।

দরিদ্র হওয়ায় তাকে সরকার ত্রাণের একটি ঘর তুলে দেয়। স্বামীর মৃত্যুর পরে পাশের জমির মালিক মৃত আলমগীর মৃধার পরিবার সীমানা নিয়ে অমিয় বালার বিরোধ সৃষ্টি হয়। এ সময় তাদের জমি রক্ষার জন্য আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরের বোন লিপি বেগম ও তাঁর স্বামী আবুল কালাম আজাদ। দুই স্বামী-স্ত্রী অমিয় বালার জমিতে বসবাস শুরু করে।

আবুল কালাম আজাদের মৃত্যুর পরে স্ত্রী লিপি বেগম অমিয় বালার ওই জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করে। জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি করে অমিয় বালাকে তাঁর জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করেন লিপি বেগম। উপায়ান্তু না পেয়ে অমিয় বালা আদালতের মাধ্যমে জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। এর পরেও ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন লিপি বেগম। লিপি হাত থেকে তাঁর জমি রক্ষার দাবি করেন অমিয় বালা।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana