সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলায় করোনা সংক্রমন বেড়ে গেছে এবং প্রতিদিন আক্রান্তদের সদর হাসপাতালের আইসোলিয়েশনে এবং হোম আইসোলিয়েশনে রাখা হচ্ছে।
তবে করোনা ভাইরাসে আক্রান্ত আইসোলিয়েশনে থ্কাা রোগীরা আইসোলিয়েশনে থাকা নিয়ম কানুন না মেনে বাইরে এসে ঘোরা -ঘোরি করছে এবং তাদের আত্মীয়স্বজন এসে দেখা সাক্ষাৎ করার ফলে করোনা পরিস্থিতিতে হুমকির সৃষ্টির করছে।
হাসপাতালের আইসোলিয়েশনে থাকা রোগীদের মধ্যে কেউ কেউ স্বাস্থ্যবিধি না মেনেই সামাজিকভাবে ঝূকির প্রবণতা বাড়িয়ে তুলছে।
ঝালকাঠি জেলায় ৩ জন হাসপাতাল আইসোলিয়েশনে ও ১২১ জন হোম আইসোলিয়েশনে রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দুষ্টি আকর্ষন করা হলে তারা জানান, এত সংখ্যক ব্যাক্তির আইসোলিয়েশনে থাকা বিষয়টি নিবিড়ভাবে পর্যাবেক্ষনের জন্য তাদের জনবল নেই। ১ম ধাপে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যে ভূমিকা রেখেছিল ২য় ধাপে এসে তারা এখন পর্যন্ত এ বিষয়ে কঠোর ভূমিকা পালন করছে না।