রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে রাসেল হোসেন নামে এক অসহায় যুবককে ভ্যানগাড়ি উপহার দিয়েছেন যুবলীগ নেতা মো. ছবির হোসেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে তাঁকে নতুন ভ্যানগাড়িটি তুলে দেন।
রাসেলের পরিবার জানায়, রাসেল শহরের কৃষ্ণকাঠি এলাকার বৃদ্ধ জাহাঙ্গীর হোসেনের ছেলে। ভ্যানগাড়ি চালিয়ে তাদের সংসার চলতো। বাড়িতে তাঁর বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। ১৯ মার্চ রাতে বাসার সামনে থেকে রাসেলের ভ্যানগাড়িটি চুরি হয়ে যায়। বন্ধ হয়ে যায় তাঁর আয়ের পথ।
পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়ে সে। এ খবর পেয়ে ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম আহŸায়ক মো. ছবির হোসেন রাসেলকে নতুন একটি ভ্যানগাড়ি কিনে উপহার দেন। ভ্যানগাড়ি পেয়ে খুশি রাসেল ও তাঁর পরিবার। তিনি ছবির হোসেনের উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।