বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
করোনা সংক্রমণ রোধে সারাদেশে লকডাউন চলছে। এ সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ নেতা।
ঝালকাঠির শহরের বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি শুরু করেছেন আলোচিত যুবলীগ নেতা মো. ছবির হোসেন।
রবিবার দুপুরে শহরের পূর্বচাঁদকাঠি বাজার এলাকায় ছিন্নমূল,সুবিধাবঞ্চিত,দিনমজুর অসহায় দরিদ্র শতাধিক মানুষের হাতে খাবার তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। খবার বিতরণকালে যুবলীগ নেতা ছবির হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র জননেতা আমির হোসেন আমুর নির্দেশনায় তার পক্ষ থেকে আমি এই কার্যক্রম শুরু করেছি।
যতদিন লকডাউন থাকবে ততদিন আমার এ কর্মসূচিও অব্যাহত থাকবে। প্রসংগত, করোনাকালিন সময়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান এবং করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে যুবলীগ নেতা ছবির হোসেন মানুষের প্রশংসা কুড়িয়েছেন।