মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নবগ্রাম বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি। শুক্রবার রাত সোয়া ১ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১ টার দিকে ওই বাজারের মনির হোসেনের হোটেলের পেছনের কান্না ঘরে আগুন জ্বলতে দেখে বাজারের মাইকে আগুন লাগার বিষয়টি জানানো হয়। পরে খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে হোটেল, মুদি ও কাপড়েরসহ ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি। বৈদ্যুতিক শর্টসাকিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস।