বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
আবদুল হালিম:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বানাই গ্রামের মৃত মনু মালের হতদরিদ্র পুত্র মো. আ. রহমান মাল এর হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার।
শনিবার (০১ মে) দিবাগত রাত ১১ টায় জেলা প্রশাসক জোহর আলীর মাধ্যমে খবর পেয়ে তার নির্দেশে রাত ১২ টায় রহমান মাল এর বাসায় মাননীয় প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌছে দেন ইউএনও।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার জানান, ৩৩৩ নম্বরের কল দিয়ে হতদরিদ্র রহমান মাল জোহর আলী স্যারকে খাবার নেই জানালে জেলা প্রশাসক স্যারে আমাকে রাত ১১ টায় খাবার দিয়ে আসার নির্দেশ দিলে আমি রাত ১২ টায় রহমান মালের বাসায় চাল, ডাল, লবন, তৈল ও আলু সহ খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। তিনি আরো জানান, প্রকৃতভাবে যাদের ঘরে খাবার দরকার হবে ৩৩৩ নম্বরে কল দিলে তার বাসায় আমরা খাবার পৌছে দিব।