বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন

জাতীয় তথ্য বাতায়নে ইউপি চেয়ারম্যানের নামের পাশে লেখা ছিল ‘ভোট চোর’

জাতীয় তথ্য বাতায়নে ইউপি চেয়ারম্যানের নামের পাশে লেখা ছিল ‘ভোট চোর’

জাতীয় তথ্য বাতায়নে ইউপি চেয়ারম্যানের নামের পাশে লেখা ছিল ‘ভোট চোর’

অনলাইন ডেস্ক:

জাতীয় তথ্য বাতায়নে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ লেখা ছিল। তবে গত শনিবার ‘ভোট চোর’ শব্দটি মুছে ফেলা হয় তথ্য বাতায়ন থেকে। বাতায়ন ঘেঁটে দেখা গেছে, গত শনিবার সবশেষ বেলা ১টা ৫৭ মিনিটের দিকে তথ্য হালনাগাদ করা হয়েছে। এর আগে এ–সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনার জন্ম দেয়।

চরমার্টিন ইউপির চেয়ারম্যান মো. ইউছুফ আলী বলেন, এক-দুই মাস আগে ‘ভোট চোর’ শব্দটি লেখা হয় বলে তিনি জেনেছেন। কিন্তু বিষয়টি আগে তাঁর নজরে আসেনি। মানহানিকর ঘটনাটি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন।

জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় এক তথ্যপ্রত্যাশী জাতীয় তথ্য বাতায়নের উপজেলার চরমার্টিন ইউপির অপশনে ঢুকে চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ শব্দটি দেখতে পান। পরে তিনি তাঁর নিজের ফেসবুক আইডিতে এ–সংক্রান্ত একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। একপর্যায়ে বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়লে শব্দটি মুছে ফেলা হয়।

ইউপি পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুক জাতীয় তথ্য বাতায়নের চরমার্টিন ইউপি অপশনটি দেখভাল করেন। এটিতে তথ্য হালনাগাদের জন্য প্রবেশের পাসওয়ার্ড একমাত্র তাঁর কাছে থাকায় তিনিই এর নিয়ন্ত্রক।

ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুকের দাবি, বিষয়টি আগে তাঁর নজরে আসেনি। ওয়েবসাইটটি হ্যাক করে কেউ কাজটি করেছেন। বিষয়টি জানার পরপরই তিনি সাইট থেকে শব্দটি মুছে ফেলেছেন। ঘটনাটি খুবই দুঃখজনক ও আপত্তিকর।

কমলনগরের ইউএনও সুচিত্র রঞ্জন দাস বলেন, ‘বিষয়টি ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। ঘটনাটি খুবই দুঃখজনক। তাৎক্ষণিক বিষয়টি মুছে ফেলার জন্য নির্দেশ দিয়েছি। গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে এ ধরনের আপত্তিকর শব্দ মেনে নেওয়া যায় না। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য একজন কর্মকর্তাকে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে।’ – সূত্র: প্রথম আলো

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana