মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী ও তার পিতা ও ভাইয়ের বিরুদ্ধে মাছুম বিল্লাহ মৃধা ও তার ছেলে রমজান মৃধা’কে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার বাইপাস মোড় সরকারি পুকুর এলাকায় এ ঘটনা ঘটেছে। হামলায় হাজী আব্দুল গনি মৃধার ছেলে মোঃ মাছুম বিল্লাহ মৃধা (৬৫) ও তার ছেলে মোঃ রমজান মৃধা (২৪) আহত হয়েছে। এ ঘটনায় বিকেলে মোঃ মাছুম বিল্লাহ রাজাপুর থানায় অভিযোগ দায়েরে করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, বুধবার দুপুরে মাছুম বিল্লাহ তার পিতার জমিতে মিস্ত্রি দ্বারা কাজ করার সময় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী (৩২),তার ভাই মোঃ সোহাগ (৩৮) এবং পিতা মোঃ ফারুক হোসেন সহ ১০/১২ জন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে প্রবেশ করে গালমন্দ শুরু করে। এর প্রতিবাদ করায় মাসুম বিল্লাহ ও তার ছেলে রমজানের উপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় মাছুম বিল্লাহ’র পাঞ্জাবীর পকেটে থাকা নগদ ৪৮, হাজার ৫’শত টাকা নিয়া যায় প্রতিপক্ষরা।
অভিযোগ অস্বিকার করে রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী বলেন, আমরা তাদের উপড়ে হামলা চালাইনি। তারা আমাদের উপড়ে হামলা চালিয়ে আমাদের ৪ জনকে আহত করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আমরা রাজাপুর থানায় অভিযোগ দিয়েছি।
রাজাপুর থানার ডিউটি অফিসার এসআই জসিম জানান, এ ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।