রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন ঝালকাঠী সদর উপজেলার কামরুল ইসলাম। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে সম্প্রতি তার মনোনয়নের কথা জানানো হয়েছে।
কামরুল ইসলাম দীর্ঘদিন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতির সাথে সংশ্লিষ্ট। তেজগাঁও কলেজ এর ছাত্র কামরুল দলের প্রতি তার আনুগত্য ও কর্মতৎপরতার কারণে তাকে এ পদে মনোনীত করা হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়ন, শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে কামরুল ইসলাম সর্বাত্মক অংশগ্রহণ করবেন বলে মনোনয়পত্রে প্রত্যাশা ব্যক্ত করেছেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, কামরুল ইসলামের বাড়ি ঝালকাঠী সদর উপজেলার কৃত্তিপাশা ইউনিয়নের বেউখির গ্রামে, তিনি দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।