মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

গ্রাম উন্নয়ন কর্মে ৪৪৩ জনের নিয়োগ

গ্রাম উন্নয়ন কর্মে ৪৪৩ জনের নিয়োগ

কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের ৭টি পদে ৪৪৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। এ ছাড়া কম্পিউটারে অফিস প্রোগ্রাম ও ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পদের নাম ও সংখ্যা: সিনিয়র জোনাল ম্যানেজার ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/সমমান/স্নাতক।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট সমপদে ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা, ২০-২৫টি শাখা পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।

বেতন: সাকল্যে ৬৪,৪৭১ থেকে ৭০,৩৪৩ টাকা।

সুযোগ-সুবিধা: লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ৫৪,০০০ থেকে ৭৪,২৫০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনাসাপেক্ষ।

পদের নাম ও সংখ্যা: এরিয়া ম্যানেজার ১০টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/সমমান/স্নাতক।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট সমপদে ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসহ ন্যূনতম ৪-৬টি শাখা পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।

বেতন: সাকল্যে ৫৪,৮১৩ টাকা।

সুযোগ-সুবিধা: লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ৩৬,০০০ থেকে ৪৯,৫০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনাসাপেক্ষ।

পদের নাম ও সংখ্যা: সিনিয়র শাখা ব্যবস্থাপক ৩০টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/সমমান/স্নাতক।

অভিজ্ঞতা: মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

বেতন: সাকল্যে ৪৪,০৫৯ টাকা।

সুযোগ-সুবিধা: লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ২৪,০০০ থেকে ৩৩,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনাসাপেক্ষ।

পদের নাম ও সংখ্যা: সিনিয়র ফিল্ড অফিসার ১০০টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান।

অভিজ্ঞতা: মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম ৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সাকল্যে ৩২,৮৬০ টাকা।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন: সাকল্যে ৩২,৮৬০ টাকা।

সুযোগ-সুবিধা: লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,০০০ থেকে ২২,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে।

পদের নাম ও সংখ্যা: ফিল্ড অফিসার ১৫০টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান।

বেতন: ৬ মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন ১৮,০০০ টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সাকল্যে ২৭,৫২২ টাকা।

অভিজ্ঞতা: যেসব প্রার্থীর মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ১ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর থেকে মাসিক পূর্ণ বেতন-ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

সুযোগ-সুবিধা: লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,০০০ থেকে ২২,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে।

পদের নাম ও সংখ্যা: অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার ৫০টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম বিকম/বিবিএস।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন: ৬ মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন ১৮,০০০ টাকা। চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সাকল্যে ২১,৩২২ টাকা।

সুযোগ-সুবিধা: লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,০০০ থেকে ২২,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে।

পদের নাম ও সংখ্যা: শিক্ষানবিশ ফিল্ড অফিসার ১০০টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

বেতন: ৬ মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন ১৬,০০০ টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সাকল্যে ২৫,৫২২ টাকা।

সুযোগ-সুবিধা: লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,০০০ থেকে ২২,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন, দুজন পরিচয় প্রদানকারীর (আত্মীয় নন এমন ব্যক্তি) নাম এবং মোবাইল নম্বর, আবেদনপত্রের খামের ওপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষাকেন্দ্রের নাম উল্লেখসহ ‘কো-অর্ডিনেটর, মানবসম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক) ’, প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৩।

আরও চাকরির খবর দেখুন এই লিংকে

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana