বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
গাছ উপহার দেওয়ার ইভেন্ট ‘ক্যাপ্টেন প্ল্যানেটের ঝালকাঠিতে গাছের চাড়া বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। প্রতি বছরের নেয় গাছ রোপন মৌসুম শুরতে সোমবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার পরমহল গ্রামের তালুকদার বাড়ি এলাকায় পরিবেশ রক্ষা ও ফলদ গাছ বৃদ্ধির লক্ষ্যে এই গাছের চারা বিতরণ করা হয়। এলাকাবাসী অংশ নিয়ে চারা সংগ্রহ করেন।
এই কর্মসূচিতে স্থানীয় মসজিদ-মাদ্রাসা,বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে ৭ শতাধিক গাছের চাড়া বিতরণ করে। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয় বলেন জানান এই কর্মসূচির উদ্যোক্তা ক্যাপ্টেন প্ল্যানেট প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ক্যাপ্টেন প্ল্যাানেট শামসুল হক মনু।
এ সময়ে উপস্থিত ছিলেন স্থানীয় আবদুল রাজ্জাক তালুকদার,মো.শামছুল কবির তালুকদার,মো. মাঈনুল তালুকদার,ফোরকান তালুকদার ও শিক্ষক মো. বেলায়েত হোসেন।
ক্যাপ্টেন প্ল্যানেট প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামসুল হক মনু বলেন, গাছ লাগানো ছদকায়ে জারিয়া, যতদিন বাঁচব বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাবো। এক সময় এই গ্রামে প্রচুর গাছ ছিল। এখন ফলদ গাছের বড় অভাব। তাই পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমি প্রায় প্রতি বছরই গাছের চাড়া বিতরন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চারা রোপন করেছি। আজকে এ বছর আমার এই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি যা চলোমান থাকবে।
আরও পড়ুন : নেশার টাকা না দেওয়ায় বাবাকে কু পি য়ে জ খ ম করলো ছেলে