বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবিতে কাঠালিয়ায় সুজনের মানববন্ধন

গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবিতে কাঠালিয়ায় সুজনের মানববন্ধন

বার্তা ডেস্ক:

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গনতন্ত্রের রক্ষাকবচ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক- অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবীতে ঝালকাঠির কাঠালিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

আজ শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কাঠালিয়া উপজেলা শাখা।

উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম এর সভাপতিত্বে এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস অ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক মো. ফারুক হোসেন খান।

এসময় অন্যান্যের মধ্যে অধ্যক্ষ ওবায়েদুল হক, পিস অ্যাম্বেসেডর ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. সাখাওয়াত হোসেন অপু, পিস অ্যাম্বেসেডর মো. নাসির উদ্দিন, পিএফজি সদস্য সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর, সাংবাদিক মো. আমিনুল ইসলামসহ পিএফজির সদস্য, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana