মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঝালকাঠির কাঠালিয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০১ ডিসম্বর) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলে আয়োজন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ।
মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণে কোরআন খতম শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন তালগাছিয়া মাদ্রাসার পীর সাহেব নুরুল্লাহ আশরাফী। দোয়া ও মোনাজাতে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ছাত্রদলে কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। আমরা সবাই তাঁর সুস্থতা কামনায় দোয়া করি।”
দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।