ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে টেলিভিশনে বিপিএল ক্রিকেট নিয়ে জুয়া খেলার অপরাধে দুই ব্যক্তিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১জানুয়ারি) রাতে উপজেলার কাটাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত হলো উপজেলার কানুদাসকাঠি এলাকার মৃত সেকেন্দার আলী হাওলাদারের ছেলে মো. শাহআলম হাওলাদার (৪৩), মো. আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মো. আব্দুল্লাহ আল মাহফুজ (২০)।