শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

কাঠালিয়া সদর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

কাঠালিয়া সদর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

কাঠালিয়া সদর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে শোক দিবস পালিত

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।  শনিবার বিকালে উপজেলার সদরের সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন সড়কে এ শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মঞ্জুরুল কবির পারভেজ জমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিমল চন্দ্র সমাদ্দার। প্রধান বক্তা ছিলেন উপজেলা  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, সদর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মো, মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, চেঁচরীরামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা (বিআরডিবি) ইউসিসিএ লিঃ এর সভাপতি মো. কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.  গোলাম মোস্তফা বদু মুন্সী, মোঃ মেহেদী হাসান মিতু পঞ্চায়েত।

আরও পড়ুন : শৌলজালিয়া রক্তের বন্ধন সংগঠনের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা 

কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোকন সিকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, মো. হানিফ খান, মো. আবুল হোসেন, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.  মিজানুর রহমান বশির, সাধারণ সম্পাদক মো. এটিএম মাইদুল ইসলাম, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন বাবুল, আমুয়া ইউনিয়ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফাহিম সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি মো. মনির খান, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. সোহেল হোসেন সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মো. মাসুদ খানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. খাইরুল আমিন ছগির দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana